ঢাকা ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৪মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু (এমপি)।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন , মোল্লারহাট ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST