নওগাঁর বদলগাছীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ দোকানের জরিমানা।

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

নওগাঁর  বদলগাছীতে ভোক্তা  অধিদপ্তরের অভিযানে ৩ দোকানের জরিমানা।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
২৯ মে,সোমবার দুপুরে বদলগাছী উপজেলা সদরের হাটখোলা বাজারের বিভিন্ন মসলার দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে জানা যায় উক্ত ব্যাবসা প্রতিষ্ঠানে পূণ্যর মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়ক ব্যবহার না করা ও ভেজাল পণ্যে বিক্রয়ের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুবেল আহমেদ।
এ সময় মের্সাস,সুমন ভ্যারাইটিজ ষ্টোরে পণ্যের মূল্য প্রদর্শন না করায় ধারা ৩৮ এ ১০০০/- টাকা,ধার্যকৃত মূল্যের অধিক মূল্য পণ্য বিক্রয় ধারা ৪০ এ ১০০০/- টাকা,প্রতিশ্রত পণ্যে বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা ধারা ৪৫ এ ১০০০/- টাকা সহ মোট ৩০০০/- টাকা।
ফারুক ষ্টোর এর ভেজাল পণ্য বিক্রয় ধারা ৪১ এ ১০০০/- টাকা।

মের্সাস,ইউনিক ট্রের্ডাস এ প্রতিশ্রত পণ্যে বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা ধারা ৪৫ এ ২০০০/- টাকা, ভেজাল পণ্য বিক্রয় ধারা ৪১ এ ২০০০/- টাকা সহ মোট ৪০০০/- টাকা জরিমানা করা হয়।উক্ত তিন প্রতিষ্ঠানে বিভিন্ন ধারায় মোট ৮০০০/- জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার এস আই আব্দুল আলীম ও তার সঙ্গীয় ফোর্স বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মানুনুর রশিদ (সুইট), সাহিত্য সম্পাদক মোঃ মামুন,সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সদস্য জহরুল, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক , এবং অত্র বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী ও সাধারণ ক্রেতাগণ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest