ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩
এস ইসলাম, লালপুর( নাটোর)প্রতিনিধি।
নাটোরের লালপুরে গলার শ্বাসনালী কেটে অটো ভ্যান ছিনতাই এর ঘটনা ঘটেছে।
সোমবার ১৭ জুলাই ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে রাতে এই ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, গোবরপুর গ্রামের সামাদ আলীর ছেলে লালন (২৮) অজ্ঞাত এক যাত্রীকে নিয়ে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। ভাটপাড়া ফার্মের কাছে পৌঁছালে সেই অজ্ঞাত যাত্রী চাকু দিয়ে গলার শ্বাসনালী কেটে অটো ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত লালন সেই গলা কাটা অবস্থায় লালপুর ফায়ার সার্ভিসে হাজির হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জল হোসেন এর মোবাইলে একাধিকবার কল করেও তিনি মোবাইল রিসিভ করেননি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST