ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে থেকে ১ বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর ষ্টেশন পাড়ার বাসিন্দা মৃতঃ আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫), ও মৃতঃ আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন ওরফে লিটন (৩২)।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
পুলিশের ওসি শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও সাগর সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল (২২ জুলাই) শনিবার বিকালে অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর সদরের পশ্চিম বালিঘাটা টি এ্যান্ড টি পাড়া থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।
রবিবার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম দৈনিক পর্যবেক্ষণকে জানান,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তারা কি কারণে অস্ত্র নিয়ে উক্ত এলাকায় অবস্থান করিছল এবং এর সাথে আরও কে কে জরিত রয়েছে সেটি উদঘাটন তৎপরতা অব্যাহত রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST