বদলগাঁছীতে যাত্রীবাহি বাস খাদে পরে ১২ জন আহত।

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

বদলগাঁছীতে যাত্রীবাহি বাস খাদে পরে ১২ জন আহত।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে কমপক্ষে ১২ জন বাসযাত্রী আহত হয়েছেন।
১ আগস্ট,মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার নজিপুর-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে যাত্রীবাহী বাসটি নওগাঁর দিকে আসছিল। এসময় চাকরাইল নামক স্থানে আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মহসিন মিয়া জানান, এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। পরে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
তিনি বলেন,প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় বাসটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় কেউ নিহত হননি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest