ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে কমপক্ষে ১২ জন বাসযাত্রী আহত হয়েছেন।
১ আগস্ট,মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার নজিপুর-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে যাত্রীবাহী বাসটি নওগাঁর দিকে আসছিল। এসময় চাকরাইল নামক স্থানে আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মহসিন মিয়া জানান, এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। পরে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
তিনি বলেন,প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় বাসটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় কেউ নিহত হননি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST