ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
এস ইসলাম, লালপুর(নাটোর)প্রতিনিধি।
বৃহস্পতিবার ৩ রা আগষ্ট সকালে নাটোরের লালপুরে জান্নাতুল বৃষ্টি (২৫)নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ বাবু (২৫) কে আটক করেছে পুলিশ। উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আটককৃত ব্যক্তি দুয়ারিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। জানা যায়,নিহতের স্বামী ফলের ব্যাবসা করার জন্য তাকে নিয়ে ওয়ালিয়া বাজারে আব্দুস সামাদে বাড়িতে ভাড়া থাকতেন।তার স্বামী যৌতুকের দাবিতে তাকে দীর্ঘ দিন ধরে শারীরিক নির্যাতন করেন। একপর্যায়ে বৃষ্টির বাবা বাবুকে মোটরসাইকেল ক্রয়ের জন্য ১লাখ ২০ হাজার দেয় বলে জানা গেছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক রিপোর্টে লেখা হয়েছে নিহত বৃষ্টির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন দেখা গেছে। এঘটনায় নিহতের বাবা সাইদুর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিহতের বাবা সাইদুর রহমান যৌতুকের টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ জামিলা আক্তার বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এবং হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন আটকের কথা স্বীকার করে বলেন, স্বামীর নির্যাতন শয়তে না পেরে সে নিজেই আত্মহত্যা করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST