ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী পাহাড়পুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের পিতা মৃতা আছির উদ্দিন ছেলে মঞ্জুর মোর্শেদ (৬০) এবং একই গ্রামের তাবরেজের স্ত্রী সুফিয়া বেগম (৬২) যাবতজীবন সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ
শুক্রবার (৪ আগস্ট) গভীর রাতে রাজশাহী সিটি বাইপাস এবং জয়পুরহাট জেলার জামালপুর নামক স্থান থেকে সাজা পাওয়া ২ জন আসামি কে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে পাহাড়পুর ইউনিয়েনের আনোয়ারুল আজিজ দুদু কে রাতের বেলায় গুলি করে হত্যা করে আসামিরা । হত্যা মামলায় আসামিদের যাবতজীবন সাজা কার্যকর হয়। এবং সাজা কার্যকর হওয়ার পর থেকে আসামিরা পলাতক। গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার করে বদলগাছী থানা পুলিশ।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান সত্যতা স্বীকার করে বলেন। চাঞ্চল্যকর হত্যা ঘটনা ছিলো। দীর্ঘ দিন দুই আসামি পলাতক ছিলো। গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST