নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ই আগস্টের কালোরাত্রিতে নিহত জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলার প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোছা. আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. আতিয়া খাতুন,বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃআবু খালেদ বুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমামুল হাসান তিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, মৎস্য অফিসার মোঃ আঃ সালাম , মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃফারুক হোসেন,সমাজসেবা অফিসার মোঃ রাজিব আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভায় ২২ জনের মাঝে মোট ১১ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরন করা হয়।
পরিশেষে, উক্ত অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ-র সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest