ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ১৬ আগষ্ট বুধবার বিকেল হতে রাত্রি ৮ টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিস কর্তৃক ভ্রম্যমাণ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উপজেলার গোড়ানদহে ভ্রম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সেখানে একটি চায়না রিং জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। অপর আর একটি অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এ-র নের্তৃত্বে উপজেলার হাটখোলা বাজার ওমর ফারুক সুতা ঘর প্রোঃ মোঃ মোকছেদ আলী দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং সেখানে আনুমানিক ৮০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন ও মৎস্য আইনে তৎক্ষনাৎ সে দোকানে ৫০০০/- হাজার জরিমানা ধার্য করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল গুলো উপজেলা সদরের বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিনের উপস্থিতিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযান পরিচালনা কালে শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, ছোট যমুনা নদী থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল বা রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য অফিস কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকেবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST