লালপুরে বঙ্গবন্ধুর স্বরণে বিশাল গনসমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

লালপুরে বঙ্গবন্ধুর স্বরণে বিশাল গনসমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুরে থানা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশাল গনসমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বিকালে গোপালপুর আর্দশ মহিলা ডিগ্রি কলেজ মাঠে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ আমজাদ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোর্তজা বাবু, বাগাতিপাড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ সভাপতি আব্দুল গনি, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র রোকসানা মোর্তজা লিলি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান নান্টু, আনিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশেদ হোসেন সাদির, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, দয়রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু , লালপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান মিল্টন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান হোসেন রিপন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল শাফি টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আব্দুস সাত্তার, আনিছুর রহমান, সেলিম রেজা মাষ্টার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest