লালপুরে দেশী রিভলবার ও গুলি সহ আটক-১

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

লালপুরে দেশী রিভলবার ও গুলি সহ আটক-১

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুরে ০১ টি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলিসহ ১ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের কাচু মন্ডলের পুত্র আব্দুর রাজ্জাক (৫৫)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে নাটোর জেলার লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের জনৈক আব্দুর রাজ্জাক অবৈধ অস্ত্রসহ তার নিজ বসতবাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মানিক সঙ্গীয় এএসআই শামীম ও অন্যান্য ফোর্সদের নিয়ে মোঃ আব্দুর রাজ্জাক এর বসতবাড়িতে অভিযান করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজ্জাক তার বাড়ি হতে পালিয়ে যায়। সাঁড়াশি অভিযানের এক পর্যায়ে রাজ্জাকের বসতবাড়ি তল্লাশী করে তার শয়নকক্ষ হতে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

পরবর্তীতে রাতভর অভিযান পরিচালনা করে আসামি রাজ্জাককে আব্দুলপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত রাজ্জাক উক্ত অস্ত্র ও গুলি অবৈধভাবে তার হেফাজতে রাখার কথা স্বীকার করে বলে যে, এগুলো ( অস্ত্র-গুলি) অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সে তার কাছে রেখেছিলো।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest