ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
এস ইসলাম, লালপুর(নাটোর) প্রতিনিধি :
শেখ রাসেল পদক-২০২৩ পেলেন লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। বুধবার সকাল ১০ টায় ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “শেখ রাসেল” পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পদক গ্রহণ করেন তিনি। বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য শেখ রাসেল পদক-২০২৩ আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদানের জন্য মনোনীত হন তিনি ।
এই পদক প্রাপ্তিতে লালপুরে স্থানীয় সংবাদকর্মীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। এ উপলক্ষে লালপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি প্রধানমন্ত্রী কর্তৃক পদক প্রদান অনুষ্ঠানটি বিটিভি থেকে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে প্রদর্শন করা হয়। এসময় উপজেলার জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীসহ স্থানীয় সংবাদকর্মীরা ও শুধীজনরা শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি উপভোগ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST