লালপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

লালপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন

লালপুর (নাটোর) প্রতিনিধি।

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৬০ তম জন্ম‌দিন পালন করেছে।

বুধবার (১৮ অক্টোবর ) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্র্যালী, বৃক্ষ রোপন, ছবি অংকন ও শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, মৎস্য কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক -শিক্ষার্থী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে লালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মাজেদ, প্রভাষক শামসুজ্জোহা, আনোয়ারুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আমিনুল ইসলাম, শাহীন ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম প্রমূখ।

গোপালপুর ডিগ্রি কলেজে বাবুল আকতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী, লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন খাজার সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন নান্টু, অধ্যাপক সাজেদুর রহমান হলুদ, সহকারী শিক্ষক মাইনুল ইসলাম মিলন, স্রী সুন্দরী পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তপন কুমার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি তোহিদুল ইসলাম বাঘা, সহকারী শিক্ষক পিপুল হোসেন, প্রভাষক কায়কোবাদ প্রমূখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest