ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
থানা সূত্রে জানাযায়, গতকাল শনিবার ২৮শে অক্টোবর রাতে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নেতৃত্বে বদলগাছীর থানা পুলিশ বদলগাছীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১জন আসামীকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন বদলগাছীর ১। সেলিম সারোয়ার মার্শাল (৫২) বদলগাছী গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে, ২। বেলাল হোসেন (৪৭) আইনারা গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে, ৩। রাশেদুল ইসলাম (৪০) বদলগাছী সরদার পাড়ার বাদেশ আলীর ছেলে, ৪। মুকুল হোসেন (৫৩) গোরশাহী গ্রামের আব্দুল মতিনের ছেলে, ৫। বিদ্যুৎ হোসেন (৪০) জিওল গ্রামের রেজাউল ইসলামের ছেলে, ৬। জিল্লুর রহমান (৪৭) রাজপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে, ৭। আইয়ুব হোসেন (৪১) জগদ্বীশপুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে, ৮। মোঃ আব্দুর রাজ্জাক (৪৫) হলুদবিহার গ্রামের মৃত রমজান আলীর ছেলে, ৯। মোঃ মোক্তার হোসেন (৫৯) হলুদবিহার গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে, ১০। মোঃ মিঠু মন্ডল (৩৫) বিঞ্চুপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ১১। সিরাজুল ইসলাম (৪৬) পারিচা গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে নেওয়া হয় এবং পরে আদালতের নির্দেশে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এটি পুলিশের রুটিন ওয়ার্ক।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST