ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
এস ইসলাম, লালপুর( নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে ওয়ার্কাস পার্টি, ছাত্র ও যুব মৈত্রীর যৌথ উদ্যোগে গণজমায়েত ও বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস এর বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গনজমায়েত এ হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত নেতাকর্মীরা জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল কে দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী ঘোষণার দাবি জানান।
শনিবার (৪ নভেম্বর )বিকেলে উপজেলা ঐতিহাসিক কড়ইতলা প্রাঙ্গণে উপজেলা যুব মৈত্রীর আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে ও আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যক্ষ ইরাহীস খলিল,সাধারণ সম্পাদক এ্যাডঃ লোকমান হোসেন বাদল,বাংলাদেশ যুব মৈত্রী কেদ্ৰীয় কমিটির সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মতিউর রহমান তপন, বাংলাদেশ যুব মৈত্রী কেদ্ৰীয় কমিটির সহ – সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটি সভাপতি অতুলন দাস আলো, লালপুর উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বাবু সুকুমার সরকার,নাটোর জেলা যুব মৈত্রী সভাপতি মাহবুবুল আলম,লালপুর থানা ছাত্র মৈত্রীর সভাপতি তরিকুল ইসলাম শিবলু প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST