নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু, মালিক আহত

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু, মালিক আহত

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই পিকআপ চালক রায়হান আলীর মৃত্যু হয়েছে। নিহত রায়হান আলী (২৪) পোরশা উপজেলার নোনাহার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় পাশে থাকা পিকআপের মালিক একই গ্রামের মৃত আবু তালেবের ছেলে শহিদুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার চাঁন্দাশ বালিকা বিদ্যালয় মোড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর থেকে পোরশা যাওয়ার সময় পথিমধ্যে চাঁন্দাশ বালিকা বিদ্যালয় মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রায়হান আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আশরাফুর রহমানের নেতৃত্বে জনবলসহ সেখানে গিয়ে গাড়ীর দরজা কেটে রায়হান আলীর লাশ উদ্ধার করা হয় এবং অপরপাশের দরজা কেটে গুরুতর আহত অবস্থায় পিকআপের মালিক শহিদুল ইসলামকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest