বদলগাছীতে অপহরণের একমাস পর কিশোরী উদ্ধার।

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

বদলগাছীতে অপহরণের একমাস পর কিশোরী উদ্ধার।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে অপহরণের ১মাস পর অপহরণকৃত কিশোরীকে (১৫) উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জরিত রাব্বি (২০) পলাতক রয়েছেন।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল ১৯শে নভেম্বর রবিবার ভোররাত সাড়ে ৩টায় পাবনা জেলার ইশ্বরদী উপজেলার কামালপুর গ্রাম থেকে অপহরণ কৃত কিশোরী উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় জরিত আসামী রাব্বি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায় নি।

এর আগে গত ২১শে অক্টোবর শনিবার সকাল ৯টায় প্রেম এবং বিয়ের প্রলোভনে বদলগাছীর কোলা ইউপির ভান্ডারপুর বাজার থেকে কিশোরীকে পাবনা জেলার ইশ্বরদী উপজেলার কামালপুর গ্রামের রহমানের ছেলে রাব্বি(২০) অপহরণ করে নিয়ে যায়।

এ ব‍্যপারে ৭ই নভেম্বর কিশোরীর পিতা হামিদুর রহমান বাদী হয়ে বদলগাছী থানায় একটি অপহরণ মামলা করে।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, মামলার পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ১৯শে নভেম্বর রবিবার ভোররাতে কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জরিত রাব্বি (২০) পলাতক রয়েছে। রবিবার ১৯শে নভেম্বর উদ্ধারকৃত কিশোরীকে জবানবন্দির জন‍্য আদালতে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest