লালপুরে ওসির পরিচয়ে টাকা দাবি, আওয়ামিলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

লালপুরে ওসির পরিচয়ে টাকা দাবি, আওয়ামিলীগ নেতা গ্রেফতার

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদের পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে টাকা দাবি করায় সোহেল রানা (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার অমৃতপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল রানা (২৬) উপজেলার একই এলাকার চাদের আলীর ছেলে ও উপজেলার আড়বাব ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের (একাংশ) যুগ্ম সাধারণ সম্পাদক।

থানা সূত্রে জানা যায়, ওসি নাছিম আহমেদ এর ফেসবুক প্রোফাইল ব্যবহার করে উপজেলার অমৃতপাড়া এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে প্রতারক সোহেল রানা টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি লালপুর থানার কর্মকর্তা ওসিকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে নিজ বাড়ি থেকে ওই প্রতারককে গ্রেফতার করে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest