ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩
রাজশাহী প্রতিনিধি :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে গাজী-গনি পরিষদ। এতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন সহকারি মহাসচিব নির্বাচিত হয়েছেন।
গত ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে ভোট প্রদান করেন সারাদেশ থেকে আগত ৩৭৩জন কাউন্সিলর।
নির্বাচনে দুই প্যানেল ও স্বতন্ত্রসহ সর্বমোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরীসহ ১৯ জন। এর আগে তিনি বিএফইউজের নির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন।
সহকারী মহাসচিব নির্বাচিত হয় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর নেতৃবৃন্দরা হলেন, আরইউযের সভাপতি আব্দুল আউয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক ও নির্বাহী সদস্য সোহেল মাহবুব।
নির্বাচিত হওয়ার পরে তিনি এক প্রতিক্রিয়ায় শুকরিয়া আদায় করেন এবং কাউন্সিলরদের ধন্যবাদ জানান। সেই সাথে সাংবাদিকদের দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST