ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে ট্রাক্টর উল্টে এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
১৩ জানুয়ারি, শনিবার দুপুর দেড়টায় বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির বামনপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক্টর চালকের নাম মো: তুহিন হোসেন (২৫)।সে পাহাড়পুর ইউনিয়নের দ্বারিশন গ্রামের মামুদুল হোসেনের ছেলে।
আহতরা হলেন,দ্বারিশন গ্রামের হামিদুল ছেলে মোস্তাকিম হোসেন (২০) ও একই গ্রামের সবদুল ইসলামের ছেলে মোস্তাকিম (২১)
পাহাড়পুর ইউপি সদস্য মো: চয়েনউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দূর্গাদহ বাজার থেকে এক মেসি বালি নিয়ে শালবন গ্রামের দিকে যাচ্ছিল তুহিন।বামনপাড়া বাজার থেকে নয়ানশহরের রাস্তায় আব্দুল আলিম (চেয়ারম্যান)এর বাড়ি পার হতেই বিপরীত দিক থেকে আসা আর এক মেসিকে সাইড দিয়ে দ্রুত ব্রেক করলে তার গাড়িটি উলটে যায়।
ট্রাক্টর উলটে গাড়ি চালক তুহিনসহ আরও দুজন গাড়ির নিচে পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার পূর্বক তুহিন মারা যায়।অপর আহত দুজনকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্ঘটনায় কবলিত মেসি মালিক সিরাজুল ইসলাম জানান,আইনি জটিলতা না থাকায় লাশ পরিবার নিয়ে নিয়ে গেছে।
তারিখঃ১৩/০১/২০২৪ইং
মোবাঃ০১৭২৭৮৩৩৭৫৪।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST