ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
আমার চাওয়া পাওয়ার কিছু নেই, দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কলেজ ইনভারসিটিতে ছাত্রদল থেকে বহুবার নির্বাচিত হয়েছি ছাত্র সংসদে । ছাত্র সংসদে ছাত্রদের ভালো-মন্দ শিক্ষা ও উন্নয়নের মূলক কাজ করার সুযোগ পেয়েছি।
তাই আমি নিজেকে শিক্ষা অনুরাগী মনে করি । শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না। তাই যতই থাক অভাব অনটন ত্যাগ দুঃখ কষ্ট যদি করতে হয় ভিক্ষা তবুও ছাড়বেন না শিক্ষা ।যে জাতি যত শিক্ষিত সেই জাতির তত উন্নত ।
তাই আমরা বারবার বলি শতবার বলি বলি শিক্ষাই জাতি মেরুদন্ড । একজন গুণী মনীষী বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দিন, আমি একটি শিক্ষিত জাতি দিব।
কখনো কারো কাছে নিজের জন্য কিছু চাইনি ।
আমি দলকে দেশকে ভালোবেসে শুধু দলের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য আমার জীবনটাকে ও বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবো না ।
আমার জীবন দশায় নীরব ভাবে উচ্চ শব্দ না করে নিরলস ভাবে অনেক উন্নয়নের কাজের অংশীদারিত্ব দায়িত্ব পালন করেছি ।
এখন আপনাদের পাশে থেকে দেশ ও জাতির উন্নয়নের কাজ করতে চাই, আপনাদের সেবা করতে চাই, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি সিক্ত সারাটা জীবন ভর । আপনাদের আরো ভালোবাসা পেতে চাই ।
আমার মৃত্যুর আগ পর্যন্ত । এখন আর আমার কোন চাওয়া পাওয়ার কিছুই নেই।এখন আমার জীবনের বাকিটা সময় মানুষের সেবায় নিয়োজিত রাখতে চাই ।
তাই আপনাদের কাছে আকুল আবেদন বাকিটা সময় যেন আপনাদের সেবায় নিয়োজিত রাখতে পারি। এই কামনাই করি আল্লাহর কাছে। সবাই ভাল থাকেন সুস্থ থাকেন।
এখন সামনে থেকে আপনাদের পাশে থাকতে চাই আপন করে আপনাদের ভালোবাসতে চাই আরো বেশি বেশি।
তাই বাকিটা সময় যেকোনো ভালো কাজের সহযোগিতা চাই আপনাদের কাছে থেকে।
আমাদেরএলাকার উন্নয়ন অসহায় মানুষের পাশে থাকতে চাই, দলমত নির্বিশেষে ।সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সৃষ্টিকর্তার কাছে আবেদন করি সবাইকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারি । এই কামনায় সবাইকে আসসালামুয়ালাইকুম, খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ,বাংলাদেশ চিরজীবী হোক।
ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST