বদলগাছীতে গাছ থেকে পড়ে কবরের কাজে ব্যবহার কৃত বাঁশ পেটে ঢুকে শ্রমিকের মৃত্যু!

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

বদলগাছীতে গাছ থেকে পড়ে কবরের কাজে ব্যবহার কৃত বাঁশ পেটে ঢুকে শ্রমিকের মৃত্যু!

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে গাছ থেকে পড়ে কবরে ব্যবহার কৃত বাঁশ পেটে ঢুকে শফিকুল ইসলাম পোঁকাড়ী(৪৫) নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সকালে উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাযায়, বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির পুকুর পাড় এলাকায় মমিনের গাছ কেনেন মিঠাপুর এলাকার গাছ ব্যবসায়ী লিটন। বৃহস্পতিবার সকালে গাছ ব্যবসায়ী লিটন তার শ্রমিক শফিকুল ইসলাম পোঁকাড়ীকে গাছ কাটার জন্য কাজে লাগিয়ে দেন।ঝুঁকিপূর্ন গাছের ডালপালা কাটতে গাছের উপরে উঠেন শফিকুল। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে কবরের কাজে ব্যবহার করা বাঁশের উপর পড়ে গেলে তা পেটে ঢুকে যায়। তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শ্রমিক শফিকুল ইসলাম পোঁকাড়ী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পশ্চিম পাড়া এলাকার মৃত: কমলা ইসলামের ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, নিহত শফিকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছকাটা শ্রমিকের কাজ করতেন।
বৃহস্পতিবার সকালে গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest