নওগাঁয় ৩ মহীয়সী নারী পেল জননী সাহসিকা সুফিয়া কামাল পদক।

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

নওগাঁয় ৩ মহীয়সী নারী পেল জননী সাহসিকা সুফিয়া কামাল পদক।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন মহীয়সী নারীকে ‘জননী সাহসিকা সুফিয়া কামাল পদক’ প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ এর আয়োজন করে।

এসময় মানাপ এর সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কবি, সাহিত্যিক ও গবেষক আতাউল হক সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক এস.এম শামসুল আলম, সহকারী অধ্যাপক গুলশান আরা মুনি, সংগঠনের উপদেষ্টা চন্দন কুমার দেব ও বেলাল সরদার, সাহিত্যিক ও গবেষক এম.এম রাসেল, বিশিষ্ট সাংস্কৃতিকজন সুবল চন্দ্র মন্ডল ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাই সিটু সহ অন্যরা।

এসময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিন মহীয়সী নারীকে ‘জননী সাহসিকা সুফিয়া কামাল পদক’ প্রদান হয়। তারা হলেন- শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জন্য পুতুল রানী ব্যানাজী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জন্য মর্জিনা বেগম এবং নাইস পারভীন।

পরে সঙ্গীত নিকেতন নওগাঁর সংগীতানুষ্ঠান, নওগাঁ ত্রিতাল একাডেমির নৃত্যানুষ্ঠান ও মানাপ নওগাঁর নাট্যনুষ্ঠান হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest