নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন- সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হবে। কোন রকম গরমিল পাওয়া গেলে বন্ধ করে দেয়া হবে। তবে সব হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারী হাসপাতালে কিছু অসঙ্গতি রয়েছে সেগুলো সমাধান করা হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আশা করছি অসঙ্গতিগুলো দ্রুতই সমাধান করা যাবে।

আজ রবিবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা , পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের ঐতিহ্যগত সাংস্কৃতিক পরিবেশন উপভোগ করেন এবং স্বাস্থ্য সমাবেশে অংশ নেয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest