ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া সেলিম তালুকদারের নামে নলছিটি বাস স্ট্যান্ডের একটি চত্তরের নামকরণ করা হয়েছে। আগে সেটি বিজয় উল্লাস নামে পরিচিত ছিলো।
নলছিটি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ০৭ আগস্ট বিকেলে শহীদ সেলিমের ছবি সহ একটি ফলক লাগানো হয়।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নলছিটির বালী তাইফুর রহমান তূর্য এবং এফ এইচ রিভান,ঝালকাঠির সমন্বয়কারী খালিদ সাইফুল্লাহ কাজটি সম্পন্ন করেন।
শহীদ সেলিম তালুকদার গত জুলাই মাসের ১৮ তারিখে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে আহত হন,পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই তার মৃত্যু হয়।তিনি নলছিটি পৌরসভার মল্লিকপুর টিঅ্যান্ডটি এলাকার সুলতান তালুকদারের ছেলে। তাঁরা সপরিবার বাড্ডা লিংক রোডে বসবাস করতেন।সেলিম বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে দুই বছর আগে স্নাতক সম্পন্ন করে নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST