দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধিঃ বৈষম ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও দেশে ছেড়ে পলায়ন পরবর্তী স্বৈরাচারী শাসনের সময় গুম ও খুনের বিচারের দাবীতে পটুয়াখালী দুমকিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (১৪ আগস্ট) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক

নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দুমকি নতুন বাজার থেকে বের হয়ে থানা ব্রিজ, দুমকি বাজার ঘুরে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে দুমকি বিএনপি ও তার সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেয়।

পথসভায় বক্তারা বলেন, অবিলম্বে শেখ হাসিনার নির্দেশে যে গুম ও খুন হয়েছে সে সমস্ত হত্যাকান্ডের বিচার করতে হবে। এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে তার সর্বোচ্চ সাজা দিতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা নিরলস পরিশ্রম করছেন। সকল ষড়যন্ত্র ও অপশক্তি রোধে দিক নির্দেশনায় বিগত দিনের ন্যায় রাজ পথে সক্রিয় থাকবেন ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest