ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৫ আগষ্ট) সকালে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে মিছিল শুরু হয়ে নলছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে সেলিম চত্বরে মিছিল সমাপ্তি করা হয়। এসময় নেতাকর্মীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
তারা জানান, পরাজিত শক্তি আওয়ামী লীগ এখন বিভিন্ন দেশ বিরোধী যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১৫ আগষ্টকে ঘিরে তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তাদের প্রতিহত করতে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল রাজপথে অবস্থান করবে।
এসময় উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না,সদস্য সচিব সাইদুল কবির রানা,নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান,নলছিটি সরকারি ডিগ্রি কলেজের আহবায়ক রাকিব গাজী প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST