বাউফলে সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

বাউফলে সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খুনি ভূমি দস্যু কুখ্যাত সন্ত্রাসী মোতালেব হাওলাদার ও তার পুত্র জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খুনি সন্ত্রাসী মাহমুদ হাসান বাহিনী সহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১০ টায় বগা বন্দরেব এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

নির্জাতিত পরিবারের পক্ষ থেকে বত্তব্য রাখেন, গনি সিকদার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, বাবুল সিকদার বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক, নজরুল মৃধা ইউপি সদস্য, আনিচ মৃধা শ্রমিক দল সদস্য, শফিক মৃধা সাংগঠনিক সম্পাদক বগা ইউপি, তোফায়েল আহম্মেদ, কালাম মৃধা উপজেলা বিএনপির সদস্য, জাকির হোসেন, জালাল ফকির, আ: রহমান মাস্টার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মিলন মুন্সি, আ: লতিফ ডা:, মজিবর, গোপাল কর্মকার, আ; রহমান ব্যাংকার অব: সহ অন্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে সন্ত্রাসী হামলায় আহত সফিক মৃদা ও তার পরিবারের সদস্যসহ এলাকার প্রায় দুই শতাধিক এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন মোতালেব হাওলাদার ও তার পুত্র জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খুনি সন্ত্রাসী মাহমুদ হাসান বাহিনীর অত্যাচারে এলাকা অতিষ্ঠ। দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতো। আর চাঁদা না দিলে বিড়ম্বনায় পড়তো হতো দোকানীদের।
মোতালেব হাওলাদার ও তার পুত্র হাসান আওয়ামী লীগ নেতা হওয়ায় কাউকেই তোয়াক্কা করে না।

ভুক্তভোগী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করলে, মোতালেব হাওলাদার এবং তার পুত্র হাসাসকে মামলা থেকে বাদ দেয় থানা পুলিশ। ব্যবসায়ীরা ভয়ে ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছে না, মোতালেব ও তার পুত্র হাসাস এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest