শেখ হাসিনা শুধু পালায়নি আওয়ামী লীগকেও ধ্বংস করছে- অধ্যাপক আশরাফ আলী আকন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

শেখ হাসিনা শুধু পালায়নি আওয়ামী লীগকেও ধ্বংস করছে- অধ্যাপক আশরাফ আলী আকন

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

শেখ হাসিনা শুধু পালায়নি আওয়ামী লীগকেও ধ্বংস করেছে। সাথে হাজার হাজার কোটি টাকা ঋন করে দেশকে দেউলিয়াত্বের দারপ্রান্তে নিয়ে গেছে। ঝালকাঠির নলছিটিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

সোমবার(২২ সেপ্টেম্বর) বিকেলে নলছিটি চায়না মাঠে আয়োজিত গন সমাবেশে তিনি আরও বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এখন নতুন বাংলাদেশ নির্মানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশে দূর্নীতিকে আর প্রশয় দেয়া হবে না। বিগত আওয়ামী লীগের আমলে দেশে দূর্নীতির মহোৎসব চলছে। আপনারা জানেন ঝালকাঠি জেলার আওয়ামী লীগের এক নেতার বাসায় টাকার বস্তা পাওয়া গেছে। এই যদি জেলার অবস্থা হয় তাহলে কেন্দ্রে কি অবস্থা সেটা আপনারা অনুমান করতে পারেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বর্ষিয়ান রাজনীতিবিদ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা মাওলানা ডাঃ মো. সিরাজুল ইসলাম সিরাজী।

বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডাক্তার মুহাম্মদ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন,নলছিটি উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মো. আবদুল কুদ্দুস হাওলাদার, মাওলানা মো. জাকির হোসেন,জাতীয় শিক্ষক ফোরামের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো.সাইফুল্লাহ সিদ্দিকী, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মো. জামাল মল্লিক, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল কাদের, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি কে এম কাওছার হুসাইন প্রমুখ।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী গন সমাবেশে উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest