ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দূর করতে শিক্ষকরা মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ চ্ত্ত্বরে উপজেলার বেসরকারি(স্কুল, মাদ্রাসা) পরিবার এ মানববন্ধনের আয়োজন এ মানববন্ধনে
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম’র মাধ্যমে অন্তর্বর্তী কালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সসচিব বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) নলছিটি উপজেলা শাখার সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ,খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, তিমিরকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল্লা নোমানী প্রমুখ।
বক্তরা মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করন জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষ সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। তারা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব ৯৭ ভাগ হলেও সব সরকারের সময় তারা বঞ্চিত হচ্ছেন। পক্ষান্তরে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষক সমাজ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST