যুবনেতা, নিক্সন এর রাজপথের ৩ যুগ উপলক্ষ্যে গল্প আড্ডা ও প্রীতিভোজ

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

যুবনেতা, নিক্সন এর রাজপথের ৩ যুগ উপলক্ষ্যে গল্প আড্ডা ও প্রীতিভোজ

ঢাকা অফিসঃ

সংবিধান, সমাজ ও রাষ্ট্র কাঠামো বদলানো সংগ্রামে। দেশের প্রথম রাজনৈতিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদ এর সংগ্রামী সভাপতি ও সম্মিলিত সাংবাদিক পরিষদ -এস‌এসপি’র নির্বাচিত সভাপতি, স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক, জাতীয় বীর, জননেতা আ স ম আবদুর রব এর আস্থাভাজন।

ফ্যাসিবাদ হাসিনা সরকার হটাও একদফা আন্দোলনের আপোষহীন যোদ্ধা এস. এম. সামছুল আলম নিক্সন এর রাজনৈতিক আন্দোলন, লড়াই ও সংগ্রামে ৩ যুগ পূর্ণ হওয়ায়।আগামী ২৮ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় ঝিগাতলা বাস স্ট্যান্ড প্লাটিনাম ক্লাবে গল্প আড্ডা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনের রাজপথে অগ্নি কন্যা জেএসডি’র সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়া রব। উপস্থিত থাকবেন সমাজের স্বনামধন্য, বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির আয়োজক, সামাজিক সংগঠন হৃদয়ে পতাকা ২ মার্চ।


alokito tv

Pin It on Pinterest