ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার(৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ ভবন সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক ও হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( চঃ দাঃ) মো. নাজমুল হায়দার বাদল,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিব ও পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রিয়াজ মোর্শেদ তালুকদার, অভয়নীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মর্তূজা আলী,কান্ডাপশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত রায়, সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, পৃথিবীর একমাত্র দেশ যেখানে শিক্ষককে তার অধিকার আদায়ের জন্য রাজপথে দাড়াতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার। দেশ গড়ার কারিগরদের আজ অবহেলা করা হচ্ছে সেখানে একটা উন্নত জাতি আমরা কিভাবে কামনা করি। অতিদ্রুত আমাদের জন্য দশম গ্রেড বাস্তবায়ন করুন নয়তো আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।
উপজেলা পরিষদ ভবন সম্মুখে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন গ্রহন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST