নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কর্মবিরতি পালন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য প কমপ্লেক্সের(হাসপাতাল) কর্মরত সকল নার্স মঙ্গলবার (১অক্টোবর )৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডলাইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন। এসময় তারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান এবং বিক্ষোভ করেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো.লোকমান হোসেন খান বলেন, নার্সিং ও মিড ওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন) আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্স ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। সরকার তাদের এক দফা দাবি মানা না পর্যন্ত কেন্দ্রীয় সংস্কার পরিষদ ঘোষিত সকল কর্মসূচি তারা পালন করবেন বলেও জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest