ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও খাল পরিষ্কারকরণ কর্মসূচির শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে।
“দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগান কে কেন্দ্র করে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া খান বাড়ি মসজিদ প্রাঙ্গনে ১লা নভেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় এই আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত আলী বিভাগীয় কমিশনার বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুর মোর্শেদ আলম,ডিআইজি বরিশাল রেঞ্জ, মোঃ শফিকুল ইসলাম পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল, মোঃ বেলায়েত হোসেন, পুলিশ সুপার বরিশাল।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে যুব উদ্যাক্তাদের মাঝে ঋন চেক বিতরণ করেন।নগরীর কাউনিয়া ১নং ওয়ার্ড লাকুটিয়া খাল পরিষ্কার করণ কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়।উক্ত কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন শওকত আলী বিভাগীয় কমিশনার বরিশাল। এসময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামিম চৌধুরী।
লাকুটিয়া খাল পরিষ্কার কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ করে বরিশালের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এসব সংগঠন এর মধ্যে রয়েছে বিডি ক্লিন, আহার, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি,বইবন্ধু,লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন, সূর্য তরুণ সেবা সংঘ অন্যতম।
সকল সংগঠন এর চেয়ে বিডি ক্লিন এর সদস্যদের ভূমিকা ছিলো চোখে পড়ার মত। খালের নোংরা কাঁদা ও কচুরিপানা পরিষ্কার করতে সদস্যরা নেমে পড়ে পানিতে দিনব্যাপী এই কর্মসূচিতে।উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কাজ করেন তারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST