মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত!

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর  কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯.০০টায় সরকারী পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মেহেন্দিগঞ্জ পৌরসভা এবং ১১টি ইউনিয়নের বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা শিবির ২০২৪ ইং (টিসি) অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করছেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আলহাজ্ব আব্দুজ জব্বার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ইক্বরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার ইমরান হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ, মিডিয়া ব্যাক্তিত্ব ড. সাইফুল ইসলাম রফিক, জেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার আব্দুল মান্নান,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছগির বিন সাঈদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সভাপতি অ্যাড.জহির উদ্দিন ইয়ামিন। জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা জহিরউদ্দিন, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, হিজলা থানা আমির মাওলানা নুরুল আমিন, কাজিরহাট থানা আমির মাওঃ আবুল হোসাইন, বরিশাল সদর উপজেলা আমির মাওঃ সফিউল্লাহ তালুকদার, শিবিরের সাবেক জেলা সভাপতি কাওসার হোসাইন , প্রেসক্লাব সভাপতি আঃ রাজ্জাক, শিবিরের জেলা সেক্রেটারী আকবর হোসাইন প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest