ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু হয়েছে কৃষকের পন্যে ভোক্তার বাজার স্বস্তি। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নজরুল ইসলাম।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক তাদের উৎপাদিত পন্য বিক্রির জন্য স্বস্তির বাজারে নিয়ে আসেন। ক্রেতারাও তুলনামূলক কমদামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পেরে স্বস্তি প্রকাশ করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, লাগামহীন দ্রব্যমূল্যের হাত থেকে জনসাধারণকে স্বস্তি দিতে এ বাজারের আয়োজন করা হয়েছে। এখানে সবজি,ডিম,মাছ,মাংস সূলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সরাসরি কৃষক তার পন্য ভোক্তাদের কাছে বিক্রি করবেন। তাই পন্যের দাম তুলনামূলক বাজারের থেকে কম হবে এবং বাজার সিন্ডিকেট ভেঙে পন্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে।
ক্রেতা নাইম ইসলাম জানান, এখানে কিছু পন্যের দাম অন্য বাজারের থেকে কম। আবার কিছু পন্যের দাম অন্য বাজার গুলোর মতোই। তবে কৃষক যদি নিয়মিত তাদের পন্য নিয়ে আসেন তাহলে দাম আরও কমবে। আমরা চাই এটা চালু থাকুক। সিন্ডিকেট ভাঙতে এই বাজারের প্রয়োজনীয়তা আছে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিতে এই বাজার চালু করা হয়েছে। আপাতত সাতদিন বাজার চলমান থাকবে। তারপর যদি জনসাধারণ চায় তাহলে সময় আরও বর্ধিত করা হবে। তিনি আরও বলেন, এখানে দুস্থদের জন্য স্বস্তি নামে কর্নার আছে সেখানে যে কেউ চাইলে পন্য ক্রয় করে রেখে যেতে পারবেন। যা পরবর্তীতে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST