ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
ঝালকাঠিতে জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের নিয়ে শিশু বিষয়ক আইনের ওপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সোহেল শহীদ জগন্নাথ মিলনায়তনের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম। ইউনিসেফের অর্থায়নে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং অল্টারনেটিভস এন্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিল্ড্রেন (এসএআরসি)” প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা অংশ গ্রহণ করছেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জাস্টিস ফর চিলড্রেনের প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম। শিশু আইন ২০১৩ এর সার সংক্ষেপ ও প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেন জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাসনীম জোহরা। শনিবার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শেষে লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের সনদ প্রদান করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST