ঝালকাঠিতে আইনজীবীদের শিশু বিষয়ক আইনের দুই দিনের প্রশিক্ষন কর্মশালা

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

ঝালকাঠিতে আইনজীবীদের শিশু বিষয়ক আইনের দুই দিনের প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠিতে জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের নিয়ে শিশু বিষয়ক আইনের ওপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সোহেল শহীদ জগন্নাথ মিলনায়তনের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম। ইউনিসেফের অর্থায়নে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং অল্টারনেটিভস এন্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিল্ড্রেন (এসএআরসি)” প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা অংশ গ্রহণ করছেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জাস্টিস ফর চিলড্রেনের প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম। শিশু আইন ২০১৩ এর সার সংক্ষেপ ও প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেন জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাসনীম জোহরা। শনিবার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শেষে লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের সনদ প্রদান করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest