নলছিটিতে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

নলছিটিতে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে উগ্রবাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ নভেম্বর) জুমআ নামাজ শেষে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শতশত মুসল্লী ইসকন বিরোধী স্লোগান দিতে থাকেন।

নলছিটি ইমাম কল্যান সমিতি ও সাধারণ মুসল্লীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নলছিটি মার্চেন্টস সরকারি মাধ্যমিক বিদ্যালয় সড়ক থেকে শুরু হয়ে শহীদ সেলিম চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে।

এসময় তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। বাংলাদেশে এদের ঠাই হবে না। অবিলম্বে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ইসকন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। স্বাধীন বাংলাদেশ ও মুসলিম সম্প্রদায়ের জন্য তারা হুমকি। মুসল্লীরা ভারতের দালালদের বিরুদ্ধেও স্লোগান দেন এবং হুশিয়ারি উচ্চারণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest