ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধিঃ
এক সময়ে মানুষের বিনোদনের অন্যতম একটা মাধ্যম ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালের পরিক্রমায় যান্ত্রিক ও প্রযুক্তি নির্ভর বিনোদনের কারণে তা আজ হারিয়ে যেতে বসেছে। তবে নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার( ২৮ জানুয়ারি) এক ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে দেখা যায় বিনোদনপ্রেমী মানুষের উপচে পরা ভিড়। বিভিন্ন বয়সের মানুষের আগমনে বিশাল মাঠ পূর্ণ হয়ে যায়।
দর্শক সুমন সিকদার জানান, পরিবারের সদস্যদের নিয়ে ঘোড়দৌড় দেখতে এসেছি। এখন নির্মল বিনোদন খুবই কম পাওয়া যায়। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আগে বিভিন্ন জায়গায় ঘোড়দৌড় প্রতিযোগিতাগুলো মানুষের মিলনমেলা পরিনত হতো। এখন এসব তেমন দেখা যায় না বললেই চলে। তবে আজকের আয়োজন অনেক সুন্দর ছিল। অনেক লোকজনেরও সমাগম হয়েছে।
খলিল হাওলাদার বলেন, আজকে এখানে এসে অনেক মানুষের মিলনমেলা দেখে খুব ভালো লাগছে। অনেক বাচ্চারাও এসেছে,আসলে তাদের একটু নির্মল বিনোদনের প্রয়োজন আছে। আমাদের ছোটবেলায় এসবই আমাদের অন্যতম বিনোদন ছিল। এখনতো খুব একটা দেখা যায় না। তবে মাঝে মাঝে এধরণের আয়োজন করা উচিত। আগের মতো স্থানীয়দের আয়োজনে করতে পারলে আরও ভালো হয়।
এসময় ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিড়ে বিভিন্ন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা তাদের খাবার ও অন্যান্য পন্য নিয়ে হাজির হন। দর্শকদের প্রতিযোগিতা উপভোগের পাশাপাশি খাবার ও পছন্দের পন্যক্রয় করতে দেখা যায়।
ঘোড়দৌড় উপভোগ করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নজরুল ইসলাম ও নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম। প্রতিযোগিতায় বিজয়ী ঘোড়ার মালিকের হাতে পুরস্কার তুলে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST