ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন

ফারহানা নওশিন তিতলী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১০ টায় ৩৪ টি বিভাগের প্রায় ২৫’শ শিক্ষার্থীের বরণ করার মাধ্যমে এ অনুষ্ঠানের শুরু হয়। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।এবং মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ড. অরুণ কুমার বসাক। ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বনানী আফরিন ও শাহিদা আক্তার আশার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। মুখ্য আলোচকের বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ড. অরুণ কুমার বসাক বলেন, আমাদের শিক্ষক, অভিভাবকদের অসংযত জীবনযাত্রা, অপ্রতুল প্রশিক্ষণ পরিবেশ এবং দুর্বল শিক্ষক আমাদের ছেলেমেয়েদের দুর্বল করছে। তাই তাদের অনেকে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে পড়াশুনা করেও ব্যর্থ হচ্ছে এবং বেদনা অনুভব করছে। তাদের একটাই প্রশ্ন কি করলে সফল হতে পারব? তাদেরকে আমি বলি, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বিষয়বস্তুকে আত্মস্থ করতে হবে অর্থাৎ গরু যেমন খেয়েদেয়ে পরে বিশ্রামের সময় জাবর কাটে, তেমনি যা শুনলাম তা নিয়ে চিন্তা করতে হবে। সেটি আমার শিক্ষক ছোটবেলায় আমাকে শিখিয়েছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest