বেনাপোলে মানব পাচার প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত

এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোলে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ফেব্রুয়ারী) বিকালে বেনাপোল ইউনিয়ন পরিষদের হল রুমে জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার লাল মিয়া শেখ, আমেরিকা ও রাশিয়ার জাস্টিস এন্ড কেয়ারের প্রতিনিধি দল, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং মসজিদের ইমামগণ। এসময় জাস্টিস এন্ড কেয়ারের যশোর প্রজেক্ট অফিসার অপূর্ব সাহা বলেন, গত ৪ বছরে ভারতে পাচারের শিকার হয়েছে, এমন ৩৫৫ জনকে স্বদেশে ফেরত আনা হয়েছে। প্রতিবছর যে পরিমান পাচার হচ্ছে, তার মাত্র ৫ শতাংশ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের ভাগ্যে কি ঘটছে তা জানা সম্ভব হচ্ছেনা। সীমান্তে বিজিবি, পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এবং এনজিও সংস্থ্যাগুলো কাজ করলেও নারী-শিশু পাচার দিনদিন কমছে না, বরং বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে পাচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা দূর্বল হয়ে পড়েছে। পাচারকারীরা ভেবেই নিয়েছে এমন অপরাধ করলে পার পাওয়া যায়। এ সভায় পরস্পর পাচার প্রতিরোধে মতবিনিময় ও প্রতিরোধে সহযোগীতার আশ্বাস দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest