রাজাগঞ্জে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগীতা ২০২০ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

রাজাগঞ্জে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগীতা ২০২০ অনুষ্ঠিত
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর):-  যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে বুধবার সকালে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৬টা স্কুলের মধ্যকার প্রতিযোগীতায় নির্বাচক মন্ডলীর বিচক্ষণতায় ১ম স্থান অধিকার করেন চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন ঝাঁপা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেন- ঝাঁপা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক রওশন জামান টুটুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন- ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা ফারহানা ইয়াসমিন, মাহমুদা খাতুন, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, দীপালী রানী, সাংবাদিক রাশেদ আলী প্রমুখ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest