উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বৈদ্যুতিক ব্যাবসায়ী সমিতির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ মিলনায়তন (অস্থায়ী কর্য্যলয়) অফিসে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ব্রাক অফিসের ম্যানেজার মাখন লাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন- সমাজসেবক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মেম্বর জি.এম মশিউর রহমান, সমাজসেবক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ শফি, সাগর হোসেন, সুশান্ত সরকার, সাংবাদিক বিল্লাল হোসেন, রাসেদ আলী প্রমুখ। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী কমিটি করা হয়। যথাক্রমে রাজগঞ্জ বাজারে মেসার্স শাহারিয়ার এন্টারপ্রাইজ এর এমডি আলমগীর কবীর সভাপতি, চুমকি গ্লাস হাউজ এর সত্বাধিকার শুধাংশ ঢালী সহ-সভাপতি, তুলি ইলেকট্রিক এর সত্বাধিকার সঞ্জয় কুমার সিংহ সাধারণ সম্পাদক, জামান সাইকেল ষ্টোর এন্ড শিপন এন্টারপ্রাইজ এর পরিচালক যুগ্ন সম্পাদক শিপন সরদার, আরিয়ান ইলেকট্রনিক্স এর সত্বাধিকার আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক, শাহরিয়ার ইলেকট্রনিক্স এর সত্বাধিকার দেবাশীষ সরকার কোষাদক্ষ, দপ্তর সম্পাদক রাজিবুল সহ ৫১সদস্য কমিটি গঠন করা হয়েছে।