মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে হারপিক খেয়ে অনিমা রাণী সাহ্ (৫৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ অনিমা রাণী উপজেলার বান্দাইখাড়া গ্রামর হিন্দুপাড়া এলাকার শ্রী বিবকান্দের স্ত্রী। পুলিশ ও স্থনীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সবার অজান্তে অনিমা রাণী তার নিজ শয়ন কক্ষে হারপিক পান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলম উদ্দিন জানান, বিষয়টি আমি শুনছি এবং এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।