ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর) :- যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামে এজহার গাজী (৭৫) নামের এক বীরমুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে মৃত্যু তার হয়। বীরমুক্তিযোদ্ধা এজহার গাজী মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঘাডাঙ্গী গ্রামের মৃত পচাই গাজীর ছেলে এবং ওই গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন জোহর বাদ স্থানীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। এর আগে মরহুম বীরমুক্তিযোদ্ধা এজহার গাজীর কফিনে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনারের মাধ্যমে সালাম প্রদর্শন করেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাইয়েমা হাসান ও স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যবৃন্দ। এ সময় পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ এলাকার সকল বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST