ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর) প্রতিনিধি: বিদ্যুত গ্রাহক সেবায় অনন্যা ভুমিকা রাখায় যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হাজরাকাটি গ্রামের কৃতি সন্তান মো. আবুল কালাম আজাদ সন্মাননা ক্রেষ্ট পেয়েছেন। তিনি ২০১৮-১৯ অর্থবছরে ২৪ ঘন্টা সেবাদানকারি ও ২০১৯ সালে দ্রুততম বিদ্যুত সেবাদানকারি কর্মকর্তা হিসেবে এ সন্মাননা স্বীকৃতি পান। তিনি বর্তমানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিন্নাকান্দি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তিনি জানান- প্রথমে ১৯৯৮ সালে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করি। এরপর বিদ্যুৎ বিভাগে কর্মদক্ষতার সুনাম অর্জন করে পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে আজ একটি অভিযোগ কেন্দ্রের ইনচার্জের দায়িত্ব পালন করছি। মো. আবুল কালাম আজাদ রাজগঞ্জ এলাকার হাজরাকাটি গ্রামের হাজী ফজলে এলাহীর ছেলে। হাজী ফজলে এলাহী শিক্ষাকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার শিক্ষাকতা জীবনে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST