ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
মনোরঞ্জন দেবনাথ কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দারিদ্রদের জন্য স্কুল ফিডিংয়ের আওতায় মধ্য রাজীব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিস্কুট ছিনতাই করার অপরাধে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলেকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দারিদ্র পিড়িত স্কুল ফিডিং কর্মসূচীর ১৯ কাটুন বিস্কুট ট্রাক থেকে নামিয়ে ভ্যানে করে মধ্য রাজীব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সময় কিশোরগঞ্জ সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রয়াত আছাদুর রহমান বাবুলের বড় ছেলে লিমন (৩০) গদা গ্রামের শাহ আলমের ছেলে ফিরোজ হোসেন ডালিম (২৫) ও বাজেডুমরিয়া গ্রামের আব্দুল বারীর ছেলে মামুন হোসেন (২৫) ভ্যান চালকের গতিপথ রোধ করে। ভ্যান চালক ভ্যান আটকের বিষয় জানতে চাইলে তাকে লিমন হোসেন গলা চিপে ধরে মারধর করে ভ্যান থেকে ফেলে দিয়ে তার ভ্যানে থাকা সরকারী বিস্কুটের ১৯ কাটুন নিয়ে চলে যায়। পরে স্কুল ফিডিং কর্মসূচীর ঠিকাদার মেসার্স নিউ সীমা ট্রেডার্সের সত্তাধিকারী সুবল চন্দ্র সাহা (৫৪) খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উর্ব্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে। সরকারী বিস্কুট ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ১৪কাটুন বিস্কুট উদ্ধার করে। পরে রাতে সাবেক ইউপি চেয়ারম্যানের মিল চাতালের গোডাউনে তল্লাশী করে আরও ৪টি কাটুন উদ্ধার করে। এ নিয়ে উপজেলায় সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার দিন বিকালে ঠিকাদার সুবল চন্দ্র সাহা বাদী হয়ে ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে মামলা খবর শুনে সকল আসামী উপজেলা থেকে পালিয়ে যায়। মঙ্গলবার মামলা প্রধান আসামী প্রকাশ্যে উপজেলার সাব-রেজিষ্টার অফিসের সামনে ঘুরাঘুরি করতে থাকলে মামলার বাদী জাহিদ হোসেন তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST