ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি:- দিনাজপুরের খানসামা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িতের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ১টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষ থেকে যুক্ত হন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম, খানসামা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব-উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আহমেদ শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, উপকারভোগী, উদ্যোক্তাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST