ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার  নতুন কূপে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে

মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নতুন খননকৃত ‘শ্রীকাইল গ্যাসকূপ ইস্ট-১’ থেকে প্রতিদিন দুই কোটি ঘনফূট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ২০১৯ সালের ২৮ অক্টোবর উপজেলার বাঙ্গরা ও হাজীপুরের মধ্যবর্তী মাঠে কূপ খনন করে গ্যাসের অনুসন্ধান শুরু করে পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন কোম্পানি ‘বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড’ বা বাপেক্স। এই কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপটি কুমিল্লায় অবস্থিত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের অদূরে। মঙ্গলবার রাতে এখানে গ্যাসের চাপ পরীক্ষা করা হয়। বাপেক্সের কর্মকর্তা মহসিনুল আলম জানান, রাত ৮টার দিকে গ্যাসস্তরের বিষয়ে নিশ্চিত হয় বাপেক্স। মাটির ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ড থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। তিনি বলেন, এই কূপের কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার মকলিশপুরস্থ শ্রীকাইল গ্যাসক্ষেত্রে। ফলে মাত্র ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest