ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
আপেল মাহমুদ শাওন, ভোলা প্রতিনিধিঃ ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভায়াশ্রমে মাছ শিকারের দায়ে ৫৯ জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। আটককৃতদের মধ্যে জনকে ৩৫ এক বছরের জেল , ২০ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বকি ৪ জনকে বয়স কম হওয়ায় কিশোর আইনে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া ৩ টি স্পীড বোট ও ৫ টি নৌকা এবং চোরাই পথে বরিশাল পাচার কালে জব্দ করা হয়েছে প্রায় ৭০ মন ইলিশ। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, আজ সোমবার (১৬ মার্চ) দিন ব্যাপি অভিযান চালিয়ে ভোলা সদরের মেঘনা নদীর অভায়াশ্রমে মাছ ধরার দায়ে ২৭ জনকে আটক করে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। এছাড়া চরফ্যাশনের মেঘনা নদী থেকে আরও ৩২ জেলেকে আটক করা হয়। ভ্রামমান আদালতের মাধ্যমে চরফ্যাশনের ১৬ জেলের ৮০হাজার জরিমানা ও বাকীদের এক বছর করে জেল দেয়া হয়। এসময় ৩ টি স্পীড বোট ও ৫ টি নৌকা জব্দ করে ২ লক্ষ ৫৫ হাজার টাকা নিলাম করা হয়। এছাড়া ভোলা থেকে বরিশাল পাচার কালে আল আফসার নামের একটি যাত্রীবাহিী লঞ্চ থেকে প্রায় ৭০ মন মাছ জব্দ করেছে কোস্টগার্ড। আটককৃত মাছ এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST